প্রবাসীদের দেশে ফিরতে করোনার পিসিআর টেস্ট বাধ্যতামূলক নয়, জানালেন বিমানবন্দরের পরিচালক
প্রবাসীরা দেশে ফিরতে পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক নয় বলে জানালেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান। শুধুমাত্র কর্মীরা এন্টিজেন বা র্যাপিড টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট আনলেও দেশে প্রবেশ করতে পারবেন।
এ প্রসঙ্গে বিমানবন্দরের পরিচালক বলেন, “যারা বিদেশ থেকে আসবে সবার জন্য পিসিআর ল্যাবে করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। তবে প্রবাসী কর্মীদের জন্য শিথিলতা আছে, তাঁরা যেই দেশ থেকে আসবে, সেখানে যদি পিসিআর ল্যাব কম থাকে, তাহলে অ্যান্টিজেন কিংবা র্যাপিড টেস্ট নিয়েও তারা দেশে আসতে পারবে। শুধুমাত্র বিএমইটি কার্ডধারী প্রবাসী কর্মীদের জন্য এই ছাড় দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তৌহিদ-উল-আহসান আরো বলেন, নেগেটিভ সার্টিফিকেট থাকলে তাদেরকে সরাসরি বাসায় পাঠিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আর যাদের কাছে নেগেটিভ সার্টিফিকেট থাকবে না এবং করোনার উপসর্গ পাওয়া যাবে তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হবে।
উল্লেখ্য: বিদেশ থেকে দেশে ফিরতে ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে পিসিআর ল্যাবে পরীক্ষা করা করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে এই সার্টিফিকেট দেখিয়ে প্রবেশ করতে পারবেন যে কেউ। ৫ ডিসেম্বর থেকে এ বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আরো পড়ুনঃ মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করতে পারবে ওমান প্রবাসীরা
তবে বিএমইটি কার্ডধারী প্রবাসী শ্রমিকদের জন্য কিছুটা শিথিল করা হয়েছে। অর্থাৎ প্রবাস থেকে বাংলাদেশী কোন কর্মী পিসিআর ল্যাব এ করোনাভাইরাস পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট না আনলেও হবে। শুধুমাত্র কর্মীরা এন্টিজেন বা র্যাপিড টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট আনলে দেশে প্রবেশ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post