টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের ব্যবহৃত সোনার ঘড়ি ১৪ লাখ ৬০ হাজার ডলারে ( বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ ২১ হাজার টাকা) নিলামে বিক্রি হয়েছে।
গতকাল শনিবার যুক্তরাজ্যের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলাম হাউসে এই ঘড়িটি বিক্রি হয়।
জ্যাকব ছিলেন মার্কিন ধনকুবের এবং স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের লেফটেন্যান্ট কর্নেল। ১৯১২ সালের ১৫ এপ্রিল ১ হাজার ৫০০ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বিলাসবহুল টাইটানিকের যাত্রীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন অ্যাস্টর পরিবারের এই সদস্য।
সে যাত্রায় জ্যাকবের মৃত্যু হলেও বেঁচে যান অন্তঃসত্ত্বা স্ত্রী ম্যাডেলিন।
টাইটানিক ডুবে যাওয়ার এক সপ্তাহ পর তাঁর মরদেহ পাওয়া যায়। সেইসময় তাঁর হাতে এই সোনার ঘড়িটি ছিল।
নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন এক বিবৃতিতে জানায়, অ্যাস্টরের মরদেহ উদ্ধারের পর সেগুলো তার ছেলে ভিনসেন্ট অ্যাস্টরের কাছে পাঠানো হয়েছিল।
এর আগেও এটি নিলামে বিক্রি হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি জাদুঘরেও ঘড়িটি প্রদর্শিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post