নিখোঁজের সাড়ে চার বছর পরও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুল মণ্ডলের। বাবা-মা পথ চেয়ে থাকেন ছেলে আসবে বলে। ছেলের খোঁজে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, মালয়েশিয়ায় হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগী পিতা-মাতার।
সংসারকে সচল করতে একমাত্র ছেলে মিরাজুল মণ্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু ছেলেকে হারিয়ে এখন নিঃস্ব বাবা-মা।
মিরাজুল মণ্ডলের বাবা দুলাল হোসেন জানান, ২০১৮ সালের মার্চ মাসে ঢাকার মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় পৌঁছানোর পর একটি কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে যোগ দেয় মিরাজুল।
প্রায় দেড় বছর ভালোই চলছিল। একদিন মিরাজুল ফোনে জানান, তার রুমমেট পাবনার মিলন, কুমিল্লার ফরহাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সজিব নামে তিনজন তাকে নির্যাতন করে টাকা-পয়সা কেড়ে নেয়। এমনকি মেরে ফেলার হুমকিও দিত তারা।
এর একপর্যায়ে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে ৪ লাখ টাকা নিয়েও কোনো সন্ধান দিতে পারেনি।
সম্প্রতি মালয়েশিয়ায় হাইকমিশনের ফেসবুক পেজে মিরাজুল মণ্ডলের ছবিসহ তার সন্ধানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে তার সম্পর্কে তথ্য দিতে মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post