সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলট দাবি করা ২৪ বছর বয়সী একজন ব্যক্তিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ভারতের আধা-সামরিক বাহিনী।
গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলটদের জামা পরে নিজেকে পাইলট দাবি করে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনি টপকে ভিতরে ঢুকে পড়েন সঙ্গীত সিং নামের ওই ব্যক্তি।
তখনই তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি আসলে পাইলট না।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সঙ্গীত সিং দাবি করেন, তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলট। এমনকি গলায় ঝুলিয়ে রাখা পরিচয়পত্রও দেখান ওই যুবক।
এরপরই সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষ। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, সঙ্গীত সিং নামে তাদের কোন পাইলট নেই।
এরপর জেরার মুখে পড়লে সঙ্গীত সিং জানান, ভিজিটিং কার্ড তৈরির একটি অ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলটের ভুয়া পরিচয়পত্র তৈরি করেছেন তিনি। এমনকি দিল্লির দ্বারকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলটদের জামাও কিনেছেন।
সিভিল অ্যাভিয়েশনের ওপরে এক বছরের কোর্স করার পর পরিবারের কাছে নিজেকে পাইলট হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন তিনি। সেই মিথ্যা ঢাকতেই ভুয়া পরিচয়পত্র তৈরি করে পাইলট সেজেছিলেন।
জেরার পরেই দিল্লি পুলিশের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়। পুলিশের মতে, সঙ্গীত ২০২০ সালে মুম্বাইয়ে এক বছরের এভিয়েশন হসপিটালিটি কোর্স সম্পন্ন করেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post