ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। ঘুষ লেনদেনের অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় ও সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় হতে একযোগে এনফোর্সমেন্ট ইউনিটের এ অভিযানিক দল বিষয়টি অধিকতর বিশ্লেষণের নিমিত্তে আঞ্চলিক এ পাসপোর্ট অফিসটির কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি মোবাইল জব্দ করেছে।
এ ব্যাপারে দুদকের নোয়াখালী কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান,আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী- এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সাথে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতা পায়।
এ বিষয়ে অধিকতর বিশ্লেষণের নিমিত্ত অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের তথ্য বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post