ভরণ-পোষণ না পেয়ে প্রবাসী স্বামীর ওপর অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কররেছেন এক নারী। বুধবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার রিমা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের কুয়েত প্রবাসী মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী।
মাস খানেক আগে প্রবাসী স্বামী ভরণ-পোষণ দেন না বলে থানায় জিডি করেছিলেন ওই নারী। আর বুধবার বিকেলে সন্তানকে নিয়ে এলাকার রেললাইনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন সাগরিকার নিচে শিশু সন্তান নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই নারী।
ঘটনাস্থল থেকে ট্রেনটি চলে যাবার পর তারা ওই নারী ও তার শিশু সন্তানের ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনে দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তারা। রিমা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার সময় দেড় বছরের আব্দুর রহমানকে নিয়ে আত্মহত্যা করেন।
নিহত রিমার মামা জসিম উদ্দিন বলেন, গত ২ মাস আগে মাসুদুজ্জামান কুয়েত থেকে দেশে ফিরলে, মার্চ মাসের ২২ তারিখে স্বামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন রিমা।
অভিযোগে বলা হয়, বিয়ের পর রিমার বাবা ৫ লক্ষ টাকা ধার করে এনে জামাতাকে দেন। সেই টাকা দিয়ে বিদেশ যাবার পর থেকেই স্ত্রী-সন্তানদের আর খোঁজ নেয়নি মাসুদুজ্জামান। পুলিশ এব্যাপারে পদক্ষেপ গ্রহণের আগেই আবার বিদেশ পাড়ি জমান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post