ওমানে মহামারী করোনায় আজ মৃত কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৭৯ জন। যা গতকালের তুলনায় ১৫ জন বেশি। তবে গতকালের তুলনায় আজ মৃত কমেছে ৫ জন। আজ নতুন মৃতের সংখ্যা ২ জন। এদিকে দেশটিতে নতুন সুস্থ রোগীর সংখ্যা আজ ২৯৩ জন।
এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৬৩ জন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ ১ লাখ ২৫ হাজার ৬৬৯ জন এবং সুস্থ ১ লাখ ১৭ হাজার ৩২৭ জন। যা মোট আক্রান্তের ৯৩.৪ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৩ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৩৫ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৬৫ জন।
দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার। ওমানের নাগরিক এবং প্রবাসীরা সঠিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় অক্টোবরের মাঝামাঝি থেকে ওমানে করোনা রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে বাংলাদেশ আজ দেড়গুণ বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৬৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post