মালয়েশিয়ার আম্পাংস্থ বাংলাদেশ হাইকমিশনে শাখা অফিসে নিরাপত্তাকর্মীর হাতে প্রবাসী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে আজ। বুধবার (৯ ই ডিসেম্বর) এক প্রবাসী তার নিজের পাসপোর্ট আনতে যেয়ে এক নিরাপত্তাকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উক্ত নিরাপত্তাকর্মীকে তাৎক্ষনিক প্রত্যাহার করে জরুরী বিজ্ঞপ্তি জারী করে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়, আম্পাংস্থ হাইকমিশনের শাখা অফিসে কর্মরত উক্ত সিকিউরিটি গার্ড স্থানীয় সিকিউরিটি কোম্পানি কর্তৃক নিয়োজিত ছিলো। অফিসের শৃঙ্খলা বহির্ভূত আচরণ হাইকমিশনের নজরে আসা মাত্রই তাকে প্রত্যাহার করা হয়েছে। এতে আরো বলা হয়, মহামারীকালীন সময়ে মালয়েশিয়া সরকারের দেওয়া নিয়ম কানুনের মধ্যে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করে যাচ্ছে।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
কিন্তু সম্প্রতি পাসপোর্টের আবেদন অত্যধিক বৃদ্ধি পাওয়ায় হাইকমিশন স্বল্প সংখ্যক কর্মচারীর মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা প্রদানে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় হাইকমিশনে আগত সকল প্রবাসীদের ধৈর্যধারণ পূর্বক প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/MalaYsIaPrObaShi/videos/381881146242323
https://www.youtube.com/watch?v=Antlz6fwp3A
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post