ইরানের ভূখণ্ডে আবারও কোনো হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার (২৩ এপ্রিল) পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দেওয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে শীতল সম্পর্ক থাকার পর সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত সোমবার তিনদিনের সফরে পাকিস্তান যান প্রেসিডেন্ট রাইসি।
এ সময় ইসরায়েলের প্রতি হুঁশিয়ানি উচ্চারণের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি তেহরানরে সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান রাইসি।
সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে গত ১ এপ্রিল হামলা চালায় ইসরায়েল। এতে কনস্যুলেট ভবন ধ্বংসের পাশাপাশি উচ্চ পর্যায়ের ১৩ জন সামরিক কর্মকর্তা নিহত হন।
সে হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে ইসরায়েল দাবি করে এ হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর জবাবে ইরানে হামলা চালায় তেল আবিব। ইরান অবশ্য এটিকে ইসরায়েলি হামলা বলতে নারাজ। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের একটি সূত্র জানায়, তেল আবিব ইরানে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পরিস্থিতি প্রতিকূলে মোড় নিতে পারে- এমন আশঙ্কায় তারা শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
ইসরায়েলের মিত্ররাও নেতানিয়াহুর সরকারকে এমন হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post