ইসলামাবাদের পর সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান (এমবিএস) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘রোড টু মক্কা প্রজেক্ট’ অবিলম্বে শুরুর নির্দেশ দিয়েছেন।
রোববার দুই সদস্যের সৌদি প্রতিনিধি দল জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সূত্রে জানা গেছে, সৌদি কনসাল জেনারেলও সফররত সৌদি প্রতিনিধি দলের সাথে ছিলেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, করাচি এবং সিন্ধুজুড়ে হজযাত্রীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ‘রোড টু মক্কা প্রজেক্ট’-এর অধীনে সম্পন্ন করা হবে।
তারা সরাসরি জেদ্দা থেকে তাদের নিজস্ব পরিবহনে ভ্রমণ করবে এবং মদিনা বিমানবন্দরে অভিবাসনের দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম না করেই তাদের বাসস্থানে চলে যায়।
ইতোমধ্যেই ইসলামাবাদ বিমানবন্দরে ‘রোড টু মক্কা প্রজেক্ট’ সফলভাবে চালু হয়েছে। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সৌদি প্রতিনিধি দলকে ব্রিফ করেন। তিনি বিমানবন্দরের লাউঞ্জ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সৌদি প্রতিনিধি দল তার সফরের সময় বিমানবন্দর নিরাপত্তা বাহিনী, এফআইএ এবং কাস্টমসের কর্মকর্তাদের সাথে দেখা করেন। পাশাপাশি অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযুক্তিগত দলের সাথে বৈঠক করেছেন।
করাচি বিমানবন্দরে হজযাত্রীদের জন্য ইমিগ্রেশন সুবিধার চূড়ান্ত রূপ দেয়া হবে কয়েক দিনের মধ্যে। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ এবং হল বরাদ্দ করা হবে।
সেখানে অন্য কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় ইমিগ্রেশন কর্মীরা তাদের কাউন্টারে একটি কম্পিউটার সিস্টেম ইনস্টল করবেন। এভাবে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানে দ্বিতীয় হয়ে উঠবে রোড টু মক্কা প্রকল্প চালু করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post