মালয়েশিয়ার রাজার কাছে পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাই কমিশনার মোঃ গোলাম সারওয়ার
মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ’র কাছে পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাই কমিশনার মোঃ গোলাম সারওয়ার। আজ কুয়ালালামপুরে অবস্থিত দেশটির রাজ দরবার ইস্তানা নেগারাতে এই পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে অভিনন্দন জানান মালয়েশিয়ার রাজা।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর দিলো দূতাবাস
উত্তরে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজা কেও ধন্যবাদ জানান গোলাম সারোয়ার। এ সময় তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নতুন এই রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে হাইকমিশনারকে মধ্যাহ্নভোজন করান রাজা। এ সময় অন্যান্যদের মধ্যে রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post