ওমানে মহামারী করোনায় দিনদিন আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২১১ জন এবং নতুন সুস্থ রোগীর সংখ্যা ২১৪ জন। আজ নতুন মৃতের সংখ্যা ২ জন, যা গতকালের তুলনায় ৫জন কম। দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৫৪ জন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ ১ লাখ ২৫ হাজার ৩২৬ জন এবং সুস্থ ১ লাখ ১৬ হাজার ৭২০ জন। যা মোট আক্রান্তের ৯৩.১ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪৩ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৭২ জন। দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
আর পড়ুনঃ ওমানে নিম্নচাপের পূর্বাভাস, সবাইকে সতর্ক থাকার পরামর্শ
এদিকে আজথেকে ব্রিটেনে প্রথম শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ, আর এতে প্রথম টিকা নিলেন ৯০ বছরের এক বৃদ্ধা। ব্রিটেনের জন্য আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঐতিহাসিক একটি দিন। শুধু ব্রিটেনবাসীর জন্যই নয়, পুরো বিশ্ববাসীর জন্যই আনন্দের। কারণ, পুরো দুনিয়ায় দাপিয়ে বেড়ানো মহামারি করোনার প্রতিষেধক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে।
স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে ৯০ বছর বয়সী এক নারীকে দিয়েই টিকাদান কার্যক্রম শুরু করল বরিস সরকার। আর এই দিনটিকে ‘ভ্যাকসিন-ডে’ অথবা ‘ভি-ডে’ বলে অ্যাখ্যায়িত করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
৯০ বছর বয়সী মার্গারেট কিনান নামের ওই প্রবীণ বৃদ্ধাকে ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার দুটি ডোজের প্রথমটি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই ৯১তম জন্মদিন পালন করতে যাওয়া কিনান টিকা নেওয়ার পর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘এটা আমার জন্মদিনের সেরা উপহার। খারাপ সময় পেছনে ফেলে আসছে নতুন বছরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব।’
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
এর মধ্য দিয়ে ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার এণ্ড বায়োএনটেক কোভিড ভ্যাকসিন সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হল। ফলে করোনা মহামারি মোকাবিলা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছালো বলে মনে করা হচ্ছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশও টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post