খুব শীঘ্রই ওমানে শ্রমিকদের কাজ পরিবর্তনে এনওসি প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদী। বাহরাইনের ১৬তম আইআইএসএস মানামা সংলাপে বক্তব্য রাখার সময় পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, “খুব দ্রুতই শ্রম নীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রবাসী শ্রমিকদের এনওসি’র নিয়ম বাতিল করবে সরকার। তিনি আরো বলেন, ওমানের বেশিরভাগ ব্যবসায় ইতিমধ্যেই অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে ওমানে ব্যবসা করা আগের চেয়ে আরো সহজতর হয়েছে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর দিলো দূতাবাস
তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলি ওমানের ভিশন ২০৪০ এবং আর্থিক নীতিমালা পূরণে সহায়তা করবে। এছাড়াও দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্যাকেজের অংশ হিসেবে নতুন কর প্রবর্তন এবং কিছু দীর্ঘস্থায়ী ভর্তুকির অবসান ঘটাবে। তবে সরকার এই নীতিগুলি এমনভাবে বাস্তবায়ন করতে চায়, যেনো দেশের স্বল্প আয়ের পরিবারগুলি সঠিকভাবে নিজেদের জীবনযাত্রা পরিচালনা করতে পারে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরো দেখুনঃ ছবির কাহিনীকেও হার মানিয়েছে এই ঘটনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post