বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত হিট এলার্ট জারির পর গত ২ দিনে হিটস্ট্রোকে মারা গেছেন ৪ জন। স্বাস্থ্য বিভাগের পরামর্শে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
দেশের কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হচ্ছে নিয়মিত। সাধারণত এমন তাপমাত্রা দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে এই মুহূর্তে বাংলাদেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও অনেক বেশি।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী রোববার ওমানের মাস্কাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
কাতারের দোহার তাপমাত্রা ২৯ ডিগ্রি, সৌদির রাজধানী রিয়াদে ৩৬ ডিগ্রি, আরব আমিরাতের দুবাইয়ে ৩২ ডিগ্রি, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ৩৫ ডিগ্রি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সাধারণত বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হিসেবেই পরিচিত। তবে গত দুই বছরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সব জায়গায় অসহনীয় তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে হিটস্ট্রোকসহ অন্যান্য রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post