ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশী দূতাবাস। এখন থেকে ওমানের যেকোনো স্থান থেকে গালফ এক্সচেঞ্জ এবং ওমান এক্সচেঞ্জের মাধ্যমে মাত্র অতিরিক্ত এক রিয়াল সার্ভিস চার্জের বিনিময়ে পাসপোর্ট সেবা নিতে পারবেন ওমান প্রবাসীরা।
গতকাল (৬-ডিসেম্বর) রাতে দূতাবাসের এক প্রেস রিলিজের মাধ্যমে প্রবাস টাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ওমান। উল্লেখ্যঃ পূর্বে মাস্কাটের অভ্যন্তরীণের জন্য ৩ রিয়াল এবং মাস্কাটের বাহিরের জন্য ৪ রিয়াল করে অতিরিক্ত ফি নেওয়া হতো।
এ ব্যাপারে দূতাবাসের সচিব মোঃ আবু সাঈদ প্রবাস টাইমকে জানান, এখন থেকে কেউ যদি দূতাবাসে না এসে গালফ এক্সচেঞ্জ অথবা ওমান এক্সচেঞ্জের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করে, তাহলে সাধারণ শ্রমিক এবং শিক্ষার্থীদের পাসপোর্ট নবায়নে সরকারি ফি ১২.৭০০ পয়সার সাথে অতিরিক্ত এক রিয়াল যোগ করে মোট ১৩.৭০০ পয়সা খরচ হবে, যা আগের থেকে ৩ রিয়াল কম।
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
সেইসাথে হাই প্রফেশনাল পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ৪২.৪০০ পয়সার সাথে অতিরিক্ত ১ রিয়াল যোগ করে ৪৩.৪০০ পয়সা খরচ হবে এখন। আর যদি কেউ সরাসরি দূতাবাসে এসে পাসপোর্ট নবায়ন করে, তাহলে তাকে অতিরিক্ত ১ রিয়াল দিতে হবেনা।
দূতাবাসের এমন পদক্ষেপে উচ্ছ্বাসিত ওমান প্রবাসীরা। ওমানে নতুন রাষ্ট্রদূত আশার পর প্রবাসীদের কল্যাণে এটিই প্রথম উদ্যোগ। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন নব নিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সুবিধা বঞ্চিত অসহায় প্রবাসীদের জন্য কাজ করবেন নতুন রাষ্ট্রদূত এমনটাই প্রত্যাশা করছেন দেশটির বাংলাদেশী প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post