ওমানে মহামারী করোনায় আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২০৯ জন এবং নতুন সুস্থ রোগীর সংখ্যা ২২৫ জন। আজ নতুন মৃতের সংখ্যা ৭ জন সহ সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৫২ জন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আজ ১ লাখ ২৫ হাজার ১১৫ জন এবং সুস্থ ১ লাখ ১৬ হাজার ৫০৬ জন। যা মোট আক্রান্তের ৯৩.১ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৯ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪৭ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৭৮ জন। দেশটিতে চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
এদিকে যুক্তরাজ্যে আগামীকাল (৮ ডিসেম্বর) থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এই টিকা কার্যক্রমকে দেশটির সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
এবিসি নিউজের এক প্রতিবেদনে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। করোনার সম্মুখযোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে টিকা পাবেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা টিকা প্রদানের কার্যক্রম শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। ভাইরাসের প্রকোপ রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post