ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সকল নিয়োগকর্তারা ৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে তাদের প্রবাসী কর্মীদের কাজ পরিবর্তনের সুযোগ পাবেন। করোনা মহামারিতে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ওমান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই)।
এক বিবৃতিতে ওমান চেম্বারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেধা বিন জুমা আল সালেহ বলেন, ‘‘প্রবাসী শ্রমিকদের কাজ পরিবর্তনের সুযোগের সিদ্ধান্তটি একটি চমৎকার সিদ্ধান্ত। করোনার প্রভাব থেকে দেশের বেসরকারি খাতকে তুলে নিয়ে আসার জন্য এই সিদ্ধান্তটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও দেশের স্থানীয় ও বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই নতুন ব্যবসায়িক মডেল বিকাশ ও রূপান্তর করতেও সহায়তা করবে। সেইসাথে ব্যবসাকে প্রযুক্তি নির্ভর করা এবং শ্রমিকদের কার্যক্রম পুনর্গঠন করার সুযোগ পাবে নিয়োগকর্তারা।’’
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
তিনি আরো বলেন, ‘‘দেশের সকল ব্যবসায়িক মালিকদের দক্ষতা ও সক্ষমতা মানব পুঁজিতে বিনিয়োগের মাধ্যমে সংস্থাগুলি নিজেদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে। যা ওমানের ২০৪০ সালের ভিশনের লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।
এই সিদ্ধান্তটি প্রবাসী কর্মীদের পেশা পরিবর্তনে সহায়তা করবে। এছাড়াও প্রবাসীরা বিভিন্ন পেশায় স্থানান্তরিত হওয়ারও সুযোগ পাবে। এছাড়াও সিদ্ধান্তটি অনুমোদিত কাজের চুক্তি অনুসারে প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন করারও অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি। সূত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post