ওমানে আসছে নতুন বছরে উঠে যাচ্ছে এনওসি প্রথা। ২০২১ সাল থেকে ওমানের কোনো শ্রমিকের চাকরী পরিবর্তন করতে স্পন্সর অথবা কোম্পানি থেকে এনওসির প্রয়োজন নেই।
দেশটিতে এনওসি প্রথা বিলুপ্তির ফলে যেমনিভাবে কিছু শ্রমিক আরও ভাল বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে স্পন্সর বা কোম্পানি ভাল বেতন ও সুবিধার বিনিময়ে ভালো শ্রমিক পাবে।
সেক্ষেত্রে ভালো বেতনে চাকরীর পাওয়ার জন্য প্রবাসীদের প্রতি বেশকিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিষয়গুলো হচ্ছে:-
১ কাজের বিস্তারিত তথ্য (কাজের অবস্থান, স্পন্সর বা কোম্পানির নাম, কাজের ধরণ ও বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধার কথা ভালোমতো জেনে এরপর ভিসা পরিবর্তন করা।
আরো পড়ুনঃ শিগগিরই করোনা ভ্যাকসিন পাচ্ছে ওমান
২, যে প্রতিষ্ঠানে ভিসা পরিবর্তনের কথা ভাবছেন, উক্ত প্রতিষ্ঠানে আসলেই কাজের সুযোগ রয়েছে কিনা তা ভালোমতো জেনে নেওয়া।
৩, কোনো নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করার আগে অবশ্যই লিখত চুক্তি করে নেওয়া, যাতে নিয়োগকর্তারা কাজের বিনিময় যে সুবিধাগুলো শ্রমিকদের দিতে চুক্তি করেছিলো, তা যথাযথ ভাবে প্রদান করা হয়। সেইসাথে শ্রমিকের অধিকার ও কর্তব্য জানার বিষয়ে প্রত্যেক শ্রমিককে ওমানের শ্রম আইনের ব্যাপারে যথেষ্ট ধারণা অর্জনেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুনঃ অবশেষে ফিলিস্তিনিদের পাশে দাড়ালো সৌদি ও কাতার
এদিকে ওমানের অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার ব্যাপারে আজ দেশটির লেবারকোর্ট থেকে জানাগেছে, আজ থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত যেসব অবৈধ প্রবাসী পুনরায় ওমানের ভিসা নবায়ন করে বৈধ হতে চান, তাদের পূর্বের জরিমানা দিয়ে ভিসা নবায়নের সুযোগ পাবে। অন্যথায় তাদেরকে আউটপাশ নিয়ে কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশে চলে যেতে বলা হয়েছে। যেসব প্রবাসীর পতাকা ব্লক ছিলো তাদের ক্ষেত্রেও জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলে জানাগেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post