ভাস্কর্য নিয়ে কথা বলায় হাফেজ মাওলানা আফতাব আহমাদকে অকথ্য ভাষায় গালাগাল করে চেয়ার থেকে উঠিয়ে দেন স্থানীয় একজন নেতা। এ ঘটনায় উপস্থিত জনগণ ওই নেতার গায়ে জুতা ছুড়ে মারে। হাফেজ মাওলানা আফতাব আহমাদ বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করি না, আমরা ভাস্কর্যের বিরোধিতা করি। এটা ইসলামে হারাম।
এ কথা বলার পরই স্থানীয় একজন নেতা মাওলানা আফতাব আহমাদের সামনে থেকে মাউথ সরিয়ে দেন। অপমানজনক ব্যবহার করেন। তিনি বলেন, এখান থেকে ওঠ, কানপট্টি গরম করে ফেলবো, ওঠ বান্দির বাচ্চা। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলস।
আরো পড়ুনঃ ভ্যাকসিন পৌঁছে গেছে যুক্তরাজ্যে
ওই বক্তা উঠে চলে যাওয়ার সময় উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং নেতার গায়ে জুতা নিক্ষেপ করে। এসময় নেতা পালিয়ে যান। পরে আবারও ওই বক্তাকে জোর করে চেয়ারে বসিয়ে ওয়াজ করতে দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post