অপরাধের হার, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও সন্ত্রাসী হামলার আশঙ্কার দিকগুলো বিবেচনায় বিশ্বের পর্যটকদের জন্য নিরাপদ দেশের তালিকায় এবার নাম উঠালেন মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান।
সম্প্রতি এসওএস ইন্টারন্যাশনাল কনসাল্টিং প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্র্যাভেল রিস্ক ম্যাপ অনুসারে ওমানকে বিশ্বের নিরাপদ ভ্রমণের দেশ হিসেবে স্থান দিয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ২০২১ সালে পর্যটকদের জন্য বিশ্বের নিরাপদ দেশগুলির একটা তালিকা প্রকাশ করে, এই তালিকায় বিশ্বে নিরাপদ দেশগুলির মধ্যে স্থান পেয়েছে ওমান। বিষয়টি নিশ্চিত করেছে ওমান নিউজ এজেন্সি।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের সাথে নতুন রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
এদিকে করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেও ভ্রমণের জন্য বিশ্বের ৬টি নিরাপদ দেশের তালিকা প্রকাশ করেছে উইগো ট্র্যাভেল ব্লগ। সেই তালিকায় সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়ার নাম। এর পরেই রয়েছে নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের নাম। তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে জাম্বিয়া, কিউবা ও সৌদি আরব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post