রাজধানী ঢাকার মাছ বাজারগুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি দা-বঁটি নিয়ে বসেন কিছু লোক। ক্রেতারা মাছ কেনামাত্র তারা সেগুলোর আঁশ ছাড়িয়ে চাহিদামতো কেটে দেন। বিনিময়ে নেন মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক।
মাছ কেটে তাদের বেশিরভাগের দৈনিক আয় এক থেকে ২ হাজার টাকা। অনেকের আয় আবার এর চেয়েও বেশি।
কারওয়ান বাজারের মো. মামুন। বয়স ৩০ এর কাছাকাছি। মাছ কাটার পেশায় যুক্ত আছেন ১২ বছর ধরে। কারওয়ান বাজারে এ পেশায় জড়িত রয়েছেন অনেকেই। পুঁজিবিহীন এ পেশায় শুধু বসার জায়গাটি ভাড়া নিতে হয়। আর প্রয়োজন হয় একটি বঁটির।
মাছ কাটার এ পেশায় নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকে বিকেল অবধি মাছ কাটার কাজ করি। এতে দৈনিক এক থেকে ২ হাজার টাকা আয় হয়। মাস শেষে যা প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়।
মামুনের মতো কারওয়ান বাজারে মাছ কাটার কাজ করেন আরও অনেকে। তারা বলেন, প্রতিদিন ভোরবেলা কাজ শুরু হয়। একা সব কাজ সামলে ওঠা সম্ভব হয় না। তাই অনেক সময় সাহায্য নিতে হয় অন্যদেরও। কেউ কেউ মাছ কেটে দৈনিক আয় করেন ৩ হাজার টাকার ওপরেও। তবে সেটি হাতে-গোনা দুই-একজন।
এদিকে, ক্রেতারা জানান, বাসায় গিয়ে মাছ কাটার ঝামেলা এড়াতে বাজার থেকে কেটে নিয়ে যাওয়াই ভালো। অল্প পারিশ্রমিকের বিনিময়ে পছন্দমতো মাছ কেটে নেয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post