মহামারী করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন নিয়ে প্রতিদিনই কোন না কোন আশার খবর পাওয়া যাচ্ছে। টিকা প্রয়োগে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে অনেকে দেশ। ফাইজার-বায়োএনটেকের আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন আগামী মঙ্গলবার থেকে বিশেষভাবে প্রয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটেন।
এবার সেই পথে হাঁটলো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনও মার্কিন কোম্পানি ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিলো। তার আগে গত বুধবার প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ফাইজারের সঙ্গে ভ্যাকসিনটি উৎপাদনে সহযোগী হিসেবে রয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গতকাল শুক্রবার করোনায় আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এনএইচআরএ) এই অনুমোদন দেয়।
ফাইজারের তৈরি ভ্যাকসিনের চার কোটি ডোজের আগাম অর্ডার দিয়েছে যুক্তরাজ্য, যা দুই কোটি মানুষকে দুই ডোজ করে প্রয়োগ করা যাবে। বাহরাইন কী পরিমাণ ভ্যাকসিন কিনেছে বা কখন এটি প্রয়োগ শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ফাইজারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের সাথে নতুন রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাহরাইনের জন্য ফাইজারের ভ্যাকসিন পরিবহন ও বিতরণ একটি বড় চ্যালেঞ্জ। ফাইজারের ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহন ও সংরক্ষণ করতে হয়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের তাপমাত্রা গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।
বাহরাইন করোনা ভ্যাকসিন বিতরণে তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ারের উড়োজাহাজ ব্যবহার করতে পারে। অন্যদিকে, তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, তারা উচ্চশীতল তাপমাত্রায় করোনা ভ্যাকসিন পরিবহনের জন্য নিজেদের প্রস্তুত করছে।
করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের ভ্যাকসিন তিন সপ্তাহের ব্যবধানে দুইডোজ গ্রহণ করতে হবে। বাহরাইন এর আগে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। বাহরাইনের এনএইচআরএ’র প্রধান মরিয়ম আল-জালাহমা বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post