মহামারী করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন নিয়ে প্রতিদিনই কোন না কোন আশার খবর পাওয়া যাচ্ছে। টিকা প্রয়োগে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে অনেকে দেশ। আর মাত্র দুইদিন।
মঙ্গলবার (৮-ডিসেম্বর) থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। আর এ জন্য সব ধরণের প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্দিষ্ট হাসপাতালগুলো। এদিকে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই ৮ লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে যুক্তরাজ্য।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের সাথে নতুন রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল কোভেন্ট্রি। দেশটির যে ক’টি হাসপাতালে ফাইজার এবং বায়োএনটেকের করোনার টিকা দেওয়া হবে তার মধ্যে এটি একটি। সাধারণ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের আগে সব ধরণের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা সেরেছেন একাধিক বৈঠক। নির্দিষ্ট মাত্রা ভ্যাকসিন সংরক্ষণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
এরমধ্যেই ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আরো ৮ লাখ ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। তবে সকল নাগরিকের জন্য ভ্যাকসিন পেতে, আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বুধবার যুক্তরাজ্য সরকার অনুমোদন দেওয়ার পর, বৃহস্পতিবার থেকেই বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবরাহ শুরু করে ফাইজার এবং বায়োএনটেক। এরইমধ্যে প্রথম দফার চালান শেষের পথে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে আরব দেশ বাহরাইন। করোনার প্রতিষেধক হিসেবে জরুরি রোগীদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
আরো পড়ুনঃ প্রবাসীদের জন্য আলাদা আদালত চাইলেন ব্যারিস্টার সুমন
শুক্রবার (৪ ডিসেম্বর) দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রাথমিক অবস্থায় বাহরাইন সরকার ফাইজার-বায়োএনটেকের টিকা অতিমাত্রায় জরুরি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করবে।’
তবে বাহরাইন সরকার কি পরিমাণ টিকা কিনেছে এ বিষয়ে মন্তব্য করেনি। করোনার এই প্রতিষেধক অবশ্যই মাইনস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। মধ্যপ্রাচ্যের মধ্যে এই আরব দেশেটিতে গ্রীষ্মকালে গড়ে ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে। এক্ষেত্রে ভ্যাকসিনটি সংরক্ষণে এবং প্রয়োগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেশটি।
https://www.youtube.com/watch?v=3ZX_k-I4gI0
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post