কুয়েতে বাংলাদেশ দূতাবাস, চ্যান্সরী ভবন ও বাংলাদেশ হাউসের জন্য মোট ৪০০০ বর্গমিটারের দু’টি প্লট বরাদ্ধ পেয়েছে বাংলাদেশ।
দূতাবাস ও চ্যান্সেরি ভবনের জন্য বরাদ্দ প্লটটির আয়তন ৩ হাজার বর্গমিটার এবং বাংলাদেশ হাউজের জন্য নির্দিষ্ট প্লটের আয়তন ১ হাজার বর্গমিটার।
প্লট দু’টির অবস্থান কুয়েতের মুশরেফ কূটনৈতিক এলাকায়। ১৭ এপ্রিল কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দু’টি বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এবং দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, উপলক্ষটি কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ঐতিহাসিক দিন।
বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post