মহামারী করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান। করোনার ভ্যাকসিন সংগ্রহের প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) থেকে ভ্যাকসিনের এক মিলিয়ন ডোজ সংরক্ষণ করার প্রচেষ্টা করা যাচ্ছে ওমান। যা ওমানের প্রয়োজনীয়তার ২০ শতাংশ পূরণ করবে।
স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করে বলেন, ওমান ফাইজারের সাথে সরাসরি চুক্তি করেছে তিন লাখ ৭০ হাজার ভ্যাকসিন ডোজ, যার মধ্যে ২০ হাজার ভ্যাকসিন ডোজ এরই মধ্যে বুক করে নিয়েছে ওমান সরকার। এই মাসে আগত ভ্যাকসিনের একক ডোজ প্রতি খরচ হবে ৩০ মার্কিন ডলার। আগামী বছর আসা বাকি ডোজগুলোর দাম পরবে ২৪ ডলার।
একজন আক্রান্ত রোগীর দুটি ডোজ প্রয়োজন হবে। মন্ত্রী আরো বলেন, ওমানে করোনাভাইরাস ভ্যাকসিনের আরেকটি বিকাশকারী অ্যাস্ট্রাজেনেকার সাথেও আলোচনা চলছে। করোনা ভ্যাকসিনের ৮ লাখ ৫০ হাজার ডোজ সংরক্ষণ করার প্রচেষ্টা রয়েছে সরকার। তবে এই ভ্যাকসিন এখনো অনুমোদিত হয়নি। সংস্থাটি একটি ডোজের মূল্যে পরবে ৫.৫ মার্কিন ডলার।
আরো পড়ুনঃ মুক্তি পেলেন হুথিদের হাতে জিম্মি ৫ ওমান প্রবাসী বাংলাদেশী
ওমানের করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওমানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানে গত আট মাসের মধ্যে প্রথমবারের মতো গতকাল (বুধবার) করোনায় জিরো মৃত্যুর ঘটনাকে ‘সবার জন্য সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এটি একটি বিরাট সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।
জনসচেতনতা বৃদ্ধির কারণেই করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উভয় কমেছে বলেও জানান তিনি। মহামারী সংক্রমণের থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বলে উল্লেখ করেন মন্ত্রী।
ওমানের হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের সংখ্যাকে ‘স্বস্তিদায়ক’ বলে বিবেচনা করেছেন। তিনি আরও বলেন, ওমানে দ্রুত হারে করোনা রোগী সুস্থ হচ্ছেন।
আরো পড়ুনঃ ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র উৎপাদনকারী ভারতীয় সংস্থার সাথে আলোচনা শুরু করেছেন। এই ভ্যাকসিনের একক ডোজের দাম পরবে ১৫ মার্কিন ডলার। মন্ত্রী জানিয়েছেন, তাদের যোগাযোগে একটি চীনা ভ্যাকসিনও রয়েছে।
যার চূড়ান্ত ফলাফল আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে চীন তার ভ্যাকসিনের দুটি ডোজের জন্য ১৪৫ মার্কিন ডলার দাম চেয়েছে। তিনি আশা করেন, চীন অন্যান্য ভ্যাকসিনের দামের আলোকে ভ্যাকসিনের মূল্য নির্ধারণের বিষয়ে পুনর্বিবেচনা করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনগুলি প্রদানে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে দেশের স্বাস্থ্যসেবায় জড়িত ব্যক্তি, বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের। সূত্রঃ ওমান ডেইলি
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post