গত ৪ দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখেছে ওমান। বর্তমানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এর রেশ থেকে যাবে আরও কিছু সময়। বুধবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও বুধবার সকালে সাহাম প্রদেশের ওয়াদি থেকে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধারের খবর দেয় রয়্যাল ওমান পুলিশ। এছাড়া এবারের বন্যায় অন্তত একজন বাংলাদেশির প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।
সর্বোচ্চ ৩০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাহদা অঞ্চলে, এছাড়া ইয়াংকুলে ২৪৩ মিলিমিটার এবং লিউয়ায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৮ টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যেখানে ৩২২ জন প্রবাসীসহ প্রায় ১ হাজার ৪ শ মানুষ আশ্রয় নিয়েছেন।
গত ৪ দিন ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন ওমানের উদ্ধারকর্মীরা। চরম প্রতিকূলতার বিরুদ্ধে এবং স্রোত ঠেলে কাজ করতে হয়েছে তাদের। হেলিকপ্টার দিয়েও চলেছে উদ্ধার কার্যক্রম।
ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে বুধবারও। যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানির চাপ থাকায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post