ওমানের অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো দেশটির সরকার। এই সুযোগটি চলতি মাসের ৬ ডিসেম্বর থেকে আগামী ৬ জানুয়ারি নাগাদ থাকবে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। যেসব প্রবাসীরা ওমানে বৈধ পথে যেয়ে নানা কারণে অবৈধ হয়েছেন, সেইসব প্রবাসীরাই এখন ভিসা লাগানোর সুযোগ পাবেন বলে জানাগেছে সূত্রে।
গতকাল ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদটি প্রচার করলেও বিস্তারিত তেমন কোনো তথ্য জানানো হয়নি উক্ত সংবাদে। তবে এ বিষয়টি নিয়ে প্রবাস টাইমের পক্ষথেকে খোজ নিয়ে জানাগেছে, যেসব প্রবাসীরা ওমানে বৈধ পথে যেয়ে অবৈধ হয়েছেন, অথবা স্পন্সর মারা গেছে, এইসব প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই ভিসা লাগাতে পারবেন।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
তবে তাদের অরিজিনাল পাসপোর্ট এবং পতাকার ফটোকপি থাকতে হবে। সেক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ নেই, তারা দূতাবাস থেকে পাসপোর্ট নবায়ন করে নতুন ভিসা লাগাতে পারবেন বলে প্রবাস টাইমকে জানিয়েছেন নেজুয়া লেবার কোর্টের মুদির শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত হতে নেজুয়ার আল হুর কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আহমেদ আল হাদিদির (ওমানি সরকারী কর্মকর্তা) সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার কোম্পানির জন্য কিছু শ্রমিকের ভিসা লাগাতে লেবার কোর্টে যোগাযোগ করি, তারা ভিসা ট্র্যান্সফার বাবদ ৮৮ ওমানি রিয়াল করে অতিরিক্ত ফি এবং আমার কোম্পানির কাগজপত্র নিয়ে ৬ডিসেম্বরের পর যেতে বলছেন।”
যেসব প্রবাসী অবৈধ পথে দুবাই অথবা ইরান দিয়ে ওমান প্রবেশ করেছেন, তারা এই সুযোগটি পাবেন না বলে জানাগেছে। তবে যেসব প্রবাসী ভিজিট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে ওমান প্রবেশ করেছিলেন, তারাও এই মুহূর্তে নতুন ভিসা লাগানোর সুযোগ পাবেন বলে জানাগেছে।
এ ব্যাপারে নেজুয়া থেকে শেখ ফরিদ নামে একজন বাংলাদেশী প্রবাসী বলেন, “আমি করোনার পূর্বে আমার মাকে ভিজিট ভিসায় ওমান এনেছিলাম, বর্তমানে তার ভিসা পরিবর্তন করে রেসিডেন্স ভিসা করে দিয়েছি। সেক্ষেত্রে ভিসা পরিবর্তনে অতিরিক্ত ৮৮ ওমানি রিয়াল আমাকে দিতে হয়েছে।”
আরো পড়ুনঃ মুক্তি পেলেন হুথিদের হাতে জিম্মি ৫ ওমান প্রবাসী বাংলাদেশী
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, করোনার পূর্বে ওমান থেকে যেসব প্রবাসী দেশে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেইসব প্রবাসীদের জন্য দারুণ সুখবর আসছে আগামী সপ্তাহে। তাদেরকে পুনরায় ওমান যেতে ভিসা নবায়নের সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার এমন তথ্য পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে।
ওমানের একটি লেবারকোর্টে খোজ নিয়ে জানাগেছে, যেসব প্রবাসী দেশে এসে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসা পুনরায় নবায়ন করতে দেশটির সানাদ অফিসের সার্ভারের অপশন অফ থাকলেও লেবারকোর্টের সার্ভারে ভিসা নবায়নের অপশন এখনো পূর্বের মতো শো করছে।
আগামী রবিবার ওমান সরকার থেকে পুনরায় ভিসা নবায়নের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওমানের একজন ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post