ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশি ওমান প্রবাসী নাবিক অবশেষে মুক্তি পেয়েছেন। প্রায় ৯ মাস ধরে এই ৫ জন বাংলাদেশী নাবিক তাদের হাতে আটক ছিলো।
ওমান ও কুয়েতের বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় তাদের ইয়েমেনের সানা থেকে গতকাল বুধবার (২ ডিসেম্বর) এডেনে নেওয়া হয়েছে। বিষয়টি ইয়েমেন থেকে প্রবাস টাইমকে নিশ্চিত করেছেন জিম্মি থাকা ওই ৫ জনের একজন আঃ রহিম।
বর্তমানে তারা গাড়িতে আছেন বলে জানিয়েছেন আঃ রহিম। এডেন থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা আইওএম’র সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন। এদিকে গতকাল (২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানান, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন ধরে হুথিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সাঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।
৯ মাস ধরে আটক থাকা অবস্থায় একপর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়।’
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
তিনি আরও জানান, ‘আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন দুই মাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।’
আটক ২০ জন নাবিকের মধ্যে বাংলাদেশি পাঁচজন, ১৩ জন ভারতীয় এবং দুজন মিসরের নাগরিক। এদিকে দীর্ঘদিন হুতিদের হাতে জিম্মি জীবন থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে আসা নিয়ে যতটা না খুশি তারা, ততোটাই উদ্বিগ্ন রয়েছেন এই ৫ জন প্রবাসী। এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি যাওয়ার মতো অর্থ নেই বলে প্রবাস টাইমকে জানান আঃ রহিম।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসী কর্মীদের কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ
ক্ষতিগ্রস্থ এই প্রবাসীদের বিষয়ে অভিবাসীদের নিয়ে কাজ করা বিশ্বের ১ম সারির বে-সরকারি এনজিও সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের সাথে যোগাযোগ করলে তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post