ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী ছয়ঘরিয়া এলাকা থেকে ওই সোনা জব্দ করা হয়।
জব্দ করা সোনার বারের ওজন ৪ কেজি ৬৩৩ গ্রাম। বিজিবি জানিয়েছে যে সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৮ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে।
খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেলে দুই ব্যক্তি মোটরসাইকেলে সীমান্তের দিকে এগোলে বিজিবি তাঁদের ধাওয়া দেয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একজনের কোমরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪০টি সোনার বার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা সোনার বারের ওজন ৪ কেজি ৬৩৩ গ্রাম। এ সময় ওই দুজনকে আটক করা হয়।
তাঁরা হলেন মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৫৩) ও মো. হুমায়ুন কবির (৪০)। অবৈধভাবে ভারতে সোনা পাচারের জন্য বহন করা ও নিজ জিম্মায় রাখায় তাঁদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা ও সোনার বার ঝিনাইদহ ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post