ওমানে করোনা ভ্যাকসিন প্রয়োগে উল্লেখযোগ্য অবদান রাখবে দেশটির সেরোলজিক্যাল জরিপ। এই জরিপের ফলাফলের মাধ্যমে দেশটির উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী সনাক্ত করতে এবং করোনার প্রসার বন্ধ করতে সহায়তা করবে বলে জানিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক।
একই সাথে এই জরিপের ফলাফল দেশটির স্বাস্থ্যখাতকে মহামারি মোকাবেলায় আরো সক্ষম করবে বলেও জানান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৬৮ হাজার ৯৬৭ জন ব্যক্তিকে নিয়ে এই জরিপটি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর মাধ্যমে দেশটিতে কোন বয়সের এবং কোন লিঙ্গের মানুষ করোনায় বেশি আক্রান্ত হচ্ছে তা নির্ণয় করা সহ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বিশ্লেষণ করা হয়। ওমানে ১৫ থেকে ৪০ বছর বয়সী মানুষ বেশি করোনায় সংক্রমিত হয়েছেন বলে উঠে এসেছে সমীক্ষায়।
এতে আরো উল্লেখ করা হয়, ওমানে ৬০ বছরের বেশি বয়সী রোগীদের তুলনায় ১৫ থেকে ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের করোনায় সংক্রমণের হার ছিলো প্রায় আটগুণ বেশি।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসী কর্মীদের কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ
লিঙ্গ, বয়স, জাতীয়তা এবং অবস্থানের পাশাপাশি জ্বর, কাশি এবং গলা ব্যথার লক্ষণসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে এই জরিপে। এছাড়াও জরিপে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, স্নায়ুতন্ত্রের রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ইমিউনোসপ্রেসিভ ড্রাগ ব্যবহারকারী রোগী, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, দীর্ঘস্থায়ী লিভারের রোগে ভুগছেন রোগীরা অংশগ্রহণ করেছেন।
সমীক্ষায় জানা গেছে যে, রোগীদের মধ্যে যাদের বয়স ১৫ থেকে ৪০ বছর তারা করোনায় সংক্রমণ বেশি হয়েছেন। জরিপের সময় দেশটির বিভিন্ন হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলিতে ভর্তির হার ছিল ৪ শতাংশ যেখানে ০.৪ শতাংশ আইসিইউতে ভর্তি ছিল।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
করোনার ক্ষেত্রে (০.৫ শতাংশ) মৃত্যুর কারণ হিসাবে রেকর্ড করা হয়েছে। লক্ষণগুলির ওপর নির্ভর করে এই জরিপে দেখা গিয়েছে যে, ৪০ শতাংশ জ্বর থেকে আক্রান্ত, ৩৮ শতাংশ কাশি থেকে, ৩ শতাংশ গলা ব্যথা, ৩ শতাংশ কোনও লক্ষণ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন।
একইসাথে জ্বর এবং কাশি লক্ষণটি স্ট্যাটিস্টিক্যালই জেনারেল ওয়ার্ডে বেশি দেখা গিয়েছে। আইসিইউতে ভর্তি রোগী যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই গলা ব্যথায় ভুগছিলেন। সূত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post