ওমানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মিন্টু দাস শ্রীধাম নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তিনি আর্থিক অসচ্ছলতা কাটাতে দীর্ঘদিন ধরে ওমানের আল বুরাইমি অঞ্চলে বসবাস করে আসছিলেন।
সড়ক দূর্ঘটনার পর মৃত্যুর দিন পর্যন্ত তিনি সোহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত মিন্টু ফেনির দাগনভুইয়ার লামিচান দাসের ছেলে।
জানা গেছে, গত ৩ রা এপ্রিল রাতে আল বুরাইমির ইরানি হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে গুরুতর এক্সিডেন্ট করে সে। পরে উদ্ধার করে সোহারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার স্থানীয় সময় সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছোট ৩ টি কন্যা সন্তান রয়েছে।
এদিকে, অভাবগ্রস্থ পরিবারের দুশ্চিন্তা বেড়েছে মরদেহ দেশে ফেরানো নিয়ে। তার লাশ পরিবহনে পরিবারের আর্থিক সক্ষমতা নেই বলেই জানা গেছে। তাই মিন্টু দাসের লাশ দেশে ফেরাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে প্রিয়জন ও সহকর্মীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post