বন্যাকবলিত ওমানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বিভিন্ন দেশ। এরইমধ্যে কুয়েত, আমিরাত ও বাহরাইনের দায়িত্বশীল কর্তৃপক্ষ ওমান সুলতানের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছেন।
এক শোক বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিহতদের প্রতি শ্রদ্ধা জানান, এবং যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত সুস্থ কামনা করেন।
শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ রশিদ আল মাখতুমও।
অপরদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে ওমানের সরকার, বাসিন্দা বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
যদিও সময় যত বাড়ছে ওমানে লাশের সারি ততই দীর্ঘ হচ্ছে। বেশিরভাগই ওয়াদির স্রোতে বহুদূর ভেসে গেছেন।
বাসিন্দাদের অনেকেই বলছেন, ওমানের এমন করুণ দশা তারা কখনো দেখবেন বলেও ভাবেননি। তবে প্রকৃতির সেই অভাবিত রূপই এখন ওমানের শান্তি কেড়ে নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post