সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক এবং গাম্বিয়ায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। ফলে শুধু থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) গণভবনের সূত্রে এ তথ্য জানা যায়।
গণভবনের সূত্র জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল তার থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে। প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৮ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এরপর রিয়াদ ও গাম্বিয়া সফরের কথা ছিল। কিন্তু দুই সম্মেলন স্থগিত হওয়ায় ২৯ এপ্রিল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post