ওমান সরকার ঘোষিত গ্রেস পিরিয়ড (সাধারণ ক্ষমা) চলাকালীন সময়ে প্রবাসীদের কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ দিচ্ছে ওমান সরকার। দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণে আনতে মূলত এই ঘোষণা দিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়।
নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের সংখ্যা সংশোধন করার জন্য আগামী ৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাড়তি মেয়াদ পাবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের পেশা সংশোধন ও প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন পেশায় স্থানান্তর করতে পারবেন বলেও জানানো হয়েছে।
সেইসাথে নিয়োগকর্তারা শ্রমিকদের প্রয়োজনীয়তা অনুসারে অন্যান্য যেসব পেশায় ‘ওমানাইজড’ করা হয়েছে এমন প্রবাসী কর্মীদের পেশাও সংশোধন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্সের ধরন এবং অনুমোদিত কাজের চুক্তি অনুসারে প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন করার সিদ্ধান্ত দেওয়া হবে। সেইসাথে একজন নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তর করার অনুমতি দেওয়া হবে।
আরো পড়ুনঃ ওমানের একটি কূপে ৩ বাংলাদেশীর মর্মান্তিক মৃত
কোনো নিয়োগকর্তা লাইসেন্সের জন্য নির্ধারিত শর্তাদি মেনে চললে ওমানের অভ্যন্তরে প্রবাসী কর্মীর জন্য আবেদন করতে পারবেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নির্ধারিত ফি প্রদানের পরে কর্মীর অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করার অনুমতি পাবে নিয়োগকর্তারা। সূত্রঃ টাইমস অব ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post