দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতকাল শনিবার রাতের এ ঘটনায় কেভিন পিটারসেনদের বহনকারী বিমান নির্ধারিত পথ বদলে ফেলেছিল বলে জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
পিটারসেন কোথায় ছিলেন বা কোন বিমানে উঠেছিলেন, তা জানাননি। তবে গন্তব্য ছিল ভারতের মুম্বাই। আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংস ম্যাচের ধারাভাষ্য দেওয়ার কথা তাঁর।
ইসরায়েলে ইরানের হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েল সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে রেখেছে। খুব সম্ভবত বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা ব্যবহার করার কথা ছিল পিটারসেনদের বহনকারী বিমানের। কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিমান পথ বদলে ফেলে। ভিন্ন পথ অবলম্বন করতে হওয়ায় নতুন করে জ্বালানিও নেয় বিমানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ অভিজ্ঞতাই তুলে ধরেন পিটারসেন, ‘এই প্রথমবার (এমন অভিজ্ঞতা)। আমাদের বিমানকে গত রাতে ফিরে যেতে হয়েছে এবং আরও বেশি করে জ্বালানি নিতে হয়েছে। কারণ, ইরানের ক্ষেপণাস্ত্র এড়াতে আমাদের পথ বদলাতে হয়েছিল।
পোস্টের নিচে পিটারসেন জানান, দিনের শেষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে থাকবেন, যেটা তাঁর প্রিয় ক্রিকেট মাঠগুলোর একটি।
ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post