নারী এমপিরা পার্লামেন্টে বিউটি পার্লার চেয়েছেন। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সেখানে ইন-হাউস সেলুন প্রয়োজন বলে দাবি তাদের। কেনিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি বলছে, মূলত এলোমেলো হওয়া চুল ঠিক করার জন্য পার্লামেন্টে বিউটি সেলুনের প্রয়োজন অনুভব করছেন তারা।
উগান্ডার পার্লামেন্টে সম্প্রতি জিম বা ব্যায়ামাগার চালু করা হয়েছে। কিন্তু নারী সংসদ সদস্যরা বলছেন, জোরালো ব্যায়াম তাদের চুলকে এলোমেলো করে দেয়, যার ফলে এখন অল্প সংখ্যক নারী সংসদ সদস্য এই সুবিধা ব্যবহার করতে ইচ্ছুক।
উগান্ডার পানি ও পরিবেশ প্রতিমন্ত্রী বিট্রিস অ্যানিওয়ার বলেছেন, সংসদে একটি বিউটি পার্লার থাকলে সেটি অধিবেশন শুরুর আগে নারী এমপিদের প্রয়োজনীয়তাগুলো সহজতর করতে সহায়তা করবে।
সংসদে বিউটি পার্লার থাকলে সংসদীয় কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post