ওমানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে।
মঙ্গলবার ওমানের চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায় বলে নিশ্চিত হওয়া গেছে। সে হিসেবে ওমানে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে।
এদিকে, ঈদের খবরে উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নাগরিক ও প্রবাসীরা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবারের মত এবারও রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করে থাকেন। এবার মাস্কাটে সকাল ৬.৩৫ মিনিটে ঈদের জামাত শুরু হবে।
এছাড়া ওমানের সব যায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরমধ্যে সালালায় জামাত শুরু হবে ৬ টা ৫৬ মিনিটে, ইব্রিতে ৬ টা ৪৩, নিজুয়ায় ৬ টা ৩৯ এবং খাসাবে ৬ টা ৪২ মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে।
পাশাপাশি আল বুরাইমিতে ৬ টা ৪৫, সোহারে ৬ টা ৪১, আল রুস্তাকে ৬ টা ৩৯ এবং সুরে নামাজ হবে ৬ টা ৩১ মিনিটে। ইব্রায় ৬ টা ৩৫ এবং হাইমায় জামাত শুরু হবে ৬ টা ৪৬ মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post