ওমানে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিনের এই ছুটি আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
এছাড়া ছুটির এই ঘোষণা সরকারি বেসরকারি উভয় খাতের জন্যই প্রযোজ্য হবে। এপ্রিলের ১৪ তারিখ অর্থাৎ রোববার যথারীতি অফিস কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
ওমানের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। এদিন দেশটির আকাশে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসের চাঁদ দেখা গেলে পরদিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানাতে ইতোমধ্যে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওমানে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে সৌদির একদিন পর অর্থাৎ গত ১২ মার্চ। সে হিসেবে রমজানের ২৯ তম দিনের সাথে মিল রেখে মঙ্গলবার, অর্থাৎ ৯ এপ্রিল সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ খুঁজবে ওমান।
একইভাবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, মরোক্কোসহ যেসব দেশ গত ১২ মার্চ থেকে রমজান পালন শুরু করেছে, তারাও এদিন ঈদের নতুন চাঁদ খুঁজবে।
এর আগে, ওমানে কবে ঈদুল ফিতর হতে পারে তার উত্তরে ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি জানান, ওমানে এবার ১০ এপ্রিল বা বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
কারণ ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। এর মানে হলো এবার রোজা হবে ২৯ টি। এরকম কিছু হলে ওমানের বাসিন্দারা বুধবার ঈদ উদযাপন করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post