রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ডিপ ফ্রিজ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার (৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।
এর আগে, গতকাল শনিবার (৬ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের ৮নং ওয়ার্ডের ভবানিপুর পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সেলিনা বেগম (৩০) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তার স্বামী বাচ্চু শেখ প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের ১ নং সড়কের পদ্মা আবাসিক এলাকায় সালমা আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সেলিনার বাড়িতে অভিযান চালায় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘরে থাকা ডিপ ফ্রিজ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিকে, রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, উদ্ধার করা ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৮৮ হাজার টাকা। রোববার সদর থানায় মামলা দায়ের করার পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post