দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটছে কুয়েত প্রবাসীদের। বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসীরা।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত বলেন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি খুব শিগগিরই পেতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে।
কুয়েতে থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা।
এরইমধ্যে বাংলাদেশ নির্বাচনের ডেপুটি কমিশনার মোহাম্মদ নুরুজ্জামান খাঁনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণসহ এনআইডি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করেছেন।
মতবিনিময় সভায় প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র পেতে বিভিন্ন সমস্যাসহ নানা প্রশ্ন তুলে ধরেন। প্রবাসীদের সে সব প্রশ্নের উত্তরও দেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা।
কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। যাদের বেশির ভাগই জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে গিয়ে প্রবাসীরা বিভিন্ন সময়ে নানা ভোগান্তি পোহাতে হতো। অবশেষে সকল ভোগান্তির অবসান ঘটাবে বহু প্রতীক্ষিত এই জাতীয় পরিচয়পত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post