প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সৌদি আরব প্রবাসী রিপন হোসেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন মাস পর দেশে ফিরেছে তার মরদেহ।
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর সৌদি আরব প্রবাসী রিপন হোসেন (২৬) আত্মহত্যা করেন। রিপন হোসেন ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশাদুল হকের ছেলে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াদ থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ট্রানজিট (রিয়াদ-কলম্বো-ঢাকা) কার্গো ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। সব প্রক্রিয়া শেষে পিতা আশাদুল হকের হাতে মরদেহের কফিনটি হস্তান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাসিম ব্রূদা শহরের একটি কৃষি খামারে কাজ করতেন তিনি। রিপন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় তার। রিপন ২৮ ডিসেম্বর প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
একই গ্রামের সন্তান সৌদি প্রবাসী রায়হানের সার্বিক তত্ত্বাবধানে, সৌদি প্রবাসী আরটিভি প্রতিনিধি বশির উদ্দীন এবং ইন্ডিয়া ভিত্তিক প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
গতকাল শুক্রবার সকালে রেমিট্যান্স যোদ্ধা রিপনের মরদেহ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে জানাজা শেষে দাফন করা হয় বলে জানিয়েছেন ইউপি সদস্য আল আমিন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post