ইতালির স্পন্সর ভিসার ভুয়া অনুমতিপত্র দিয়ে চিহ্নিত দালাল চক্র এবারও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ২০২৪ সালের কোটায় এক লাখ ৫১ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৭ লাখ।
তিন বছর মেয়াদে শ্রমিক নেয়ার কর্মসূচির আওতায় পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছর ১ লাখ ৫১ হাজার শ্রমিক নেবে ইতালি।
শ্রমিক সংকট নিরসনে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নন ইউরোপিয়ান ৩৩টি দেশ থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার।
এ লক্ষ্যে গেল ডিসেম্বরের ক্লিক ডে’তে আবেদনকারীদের মধ্যে অনেকেই ভিসার অনুমতিপত্র পেতে শুরু করেছেন।
তবে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্রগুলো। অভিযোগ উঠছে, এই সুযোগে কাজে লাগিয়ে আগের মতোই ভিসার ভুয়া অনুমতিপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ভিসার ভুয়া অনুমতিপত্রের বেশ কয়েকটি কপিও প্রকাশ পেয়েছে।
এমন পরিস্থিতিতে অনুমতিপত্র যাচাই-বাছাই এবং লেনদেনের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন কমিউনিটির নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিন ক্যাটাগরিতে গত ১৮, ২১ এবং ২৫ মার্চ তিনটি ক্লিক ডে’তে প্রায় ৭ লাখ আবেদন জমা পড়েছে।
এর মধ্যে ১৮ মার্চ ২ লাখ ৪৩ হাজার ৮৮৩ জন, ২১ মার্চ ১ লাখ ১২ হাজার ৪৪০ জন এবং ২৫ মার্চ সর্বাধিক ৩ লাখ ৩২ হাজার ৭২৪ জন আবেদন করেন।
চলতি বছর দুই ধাপে ১ লাখ ৫১ হাজার এবং ১ লাখ ৩৬ হাজার শ্রমিক নেবে ইউরোপের দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post