ধর্মীয় সম্প্রীতির জন্য বাংলাদেশের সুনাম আর খ্যাতি বহুদিনের। সেই সম্প্রীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত সোহাগ চাকমা। ধর্মবিশ্বাসে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। তবুও সিয়াম সাধনার মাসে নিয়ম করে রোজা পালন করেন।
বৌদ্ধ হয়েও কেন রোজা রাখেন? জবাবে সোহাগ বলেন, রোজার মাসে মুসলিম সহকর্মীদের সিয়াম সাধনাকে মন থেকে শ্রদ্ধা করেন তিনি। আর তাই এই একটা মাস আহার বিরতি নিয়েছেন।
সোহাগের দৃষ্টিতেও রমজানও একটি পবিত্র মাস। মুসলিম সহকর্মীদের নিজের পরিবারের অংশই মনে করেন। রমজান শুরুর পর থেকে ইসলাম নিয়েও নতুন নতুন অনেক বিষয় শিখছেন। ” আমি আমার মুসলিম কলিগদের থেকে ইসলাম নিয়ে বিভিন্ন জিনিস জানছি” বলছিলেন সোহাগ।
আত্মশুদ্ধির রমজান নিয়ে সোহাগের জ্ঞানভাণ্ডারও যে বেশ সমৃদ্ধ, বোঝা গেলো তার কথাতেই… “রমজান ২৯ / ৩০ টি হয়। বিষয়টি নির্ভর করে চাঁদ দেখার উপরে”
দিনভর সহকর্মীদের মত সোহাগেরও বেশ ব্যস্ত সময় কাটে। তবে ইফতারের আগ মুহূর্তে সবার আগে ছুটে যান, স্বাচ্ছন্দ্যে সব গুছিয়ে রাখেন। নিজেই নেন পরিবেশনার দায়িত্ব। সহকর্মী রোজাদারদের জন্য সোহাগের এই ভালোবাসা হৃদ্যতার এক চমকপ্রদ উদাহরণই বটে।
রমজানে সোহাগের সবথেকে উপভোগ্য সময় কেটেছে ইফতারের মুহূর্তে। বলছেন, রমজানের চলে যাওয়াটা তিনিও ভীষণ মিস করবেন। অপেক্ষায় থাকবেন পরের রমজানের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post