সৌদি আরবের তায়েফ প্রদেশের তুরাবা এলাকায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৭-নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। খোজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে চড়ে কর্মস্থলে যাওয়ার পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরো পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুতে ওমান সুলতানের শোঁক
গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে তায়েফের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post