মানিকগঞ্জের সিংগাইরে খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: আব্দুল কুদ্দুস (৫০), মো. আরমান (৩৫), মো. মিজান (২৫), সোহাগ (২৫) ও মো. মনির হোসেন (৩৭)।
মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ বলেন, সিংগাইর থানার জামির্ত্তা ইউনিয়নে অভিযান চালিয়ে এই ক্লুলেস মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত ডাকাত এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস, মো. আরমানকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে পুলিশ তাদের ৩ দিনের রিমান্ডে নেয়।
রিমান্ডে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংগাইর থানার জয়মন্টপ, জামির্ত্তা ও চান্দহর ইউপি এলাকায় অভিযান চালিয়ে এই মামলার আসামি মো. মিজান, সোহাগ, মো. মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ডাকাতির পরিকল্পনাকারী আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জমাদির মধ্যে ১টি বড় রামদা, ১টি লোহার নাক চিরানী (তালা ও গ্রিল ভাঙার কাজে ব্যবহৃত), ১টি বড় সেলাই রেঞ্জ, ১টি ধারালো চাকু, ১টি প্লাস, ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
আসামি মো. মনির হোসেনের হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ৩ আনা ৫ রত্তি স্বর্ণালংকার, লুন্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা এবং অপর ডাকাত মো. মিজানের হেফাজত থেকে লুন্ঠিত মাল বিক্রয়ের ভাগের নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আব্দুল কুদ্দুস, মো. মিজান, সোহাগ ও মো. মনির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ১৭টি, মো. আরমানের বিরুদ্ধে ৮টি, মো. মিজানের বিরুদ্ধে ৩টি, সোহাগের বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন আছে।
অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, গত ২৮ মার্চ রাত ১টার সময় ৪ জনের ডাকাত দল সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর সাকিন গ্রামের প্রবাসী উজ্জ্বল সন্যাসী বাড়ির একতলা বিল্ডিং এর বারান্দার লোহার কেটে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। এরপর কৌশলে বাড়ির সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকারসহ একুশ লাখ বিশ হাজার টাকার মালামাল লুঠ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post