একজন প্রবাসী দেশে আসার সময় ১শ’ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার শুল্ক ছাড়া আনতে পারেন।
ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে স্বর্ণ আনার পরিমাণ কমিয়ে ৫০ গ্রাম করার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি -বাজুস।
সংগঠনটির মতে, ব্যাগেজ রুলের আওতায় সোনার বার ও অলংকার আনার সুবিধা অপব্যবহারের কারণে ডলার সংকট, চোরাচালান ও মানি লন্ডারিং হচ্ছে।
বুধবার রাজধানীর কাওরান বাজারে বসুন্ধরা সিটি শপিংমলে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনের বাজেট প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবনায় বাজুস বলেছে, প্রতিদিন সারা দেশের জল, স্থল ও আকাশ পথে কমপক্ষে প্রায় ২শ’ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে। বছর শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা।
দেশে চলমান ডলার সংকটে এই ৭৩ হাজার কোটি টাকার অর্থপাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, উপদেষ্টা রুহুল আমিন রাসেল উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post