দেড় বছরের সন্তানকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন এক নারী। দেখে দ্রুত এগিয়ে যান কলেজছাত্র জোবায়ের রহমান নাজিউল (১৮)।
তবে ছুটে আসা ট্রেন থেকে শিশুটিকে বাঁচাতে পারলেও গৃহবধূকে রক্ষা করতে পারেননি। প্রাণ হারিয়েছেন জোবায়ের নিজেও। গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের আদর্শ কলেজসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জোবায়ের সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত গৃহবধূ রাজিয়া বেগম আয়েশা (৩৫) সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রেন আসার সময় রাজিয়া হঠাৎ শিশুসন্তান কোলে নিয়ে আদর্শ কলেজসংলগ্ন রেললাইনে শুয়ে পড়েন। পথচারী জোবায়ের বিষয়টি দেখে দ্রুত এগিয়ে যান।
তিনি কোনো রকমে শিশুটিকে সরাতে পারলেও সান্তাহারগামী লোকাল ট্রেনের ধাক্কায় রাজিয়ার সঙ্গে নিজেও গুরুতর আহত হন। পরে রাজিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং জোবায়েরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, রাজিয়ার বাড়ি বরিশালে। কয়েক বছর আগে গাইবান্ধা সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। স্থানীয়দের ধারণা, এর জেরে সন্তান নিয়ে আত্মহত্যা করতে বাড়ির পাশের রেললাইনে শুয়ে পড়েন রাজিয়া।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে রাজিয়া তাঁর সন্তান নিয়ে আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, অন্যের জন্য জীবন দেওয়া জোবায়েরের জন্য এখন শোকাহত তাঁর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকাবাসী। তাঁর এ ধরনের মৃত্যু মানতে পারছেন না কেউ। জোবায়েরের মা ছেলের খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি চিৎকার করে আহাজারি করছেন, ‘আমার একমাত্র কলিজার ধন অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই আমার বুক খালি করে চলে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব?’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post