ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। সুস্থ হয়ে দেশে ফেরার জন্য বুধবার (৩ এপ্রিল) পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে চড়েছিলেন মৈত্রী এক্সপ্রেসে।
কিন্তু ট্রেন ছাড়ার আগেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পশ্চিমবঙ্গ রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই বাংলাদেশি যাত্রীর নাম সেলিম মাহমুদ (৬৫)।
ওই ব্যক্তির সঙ্গী আত্মীয় শাহনাজ পান্না জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটলো। এদিন মৈত্রী এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল।
কিন্তু এসময় সেলিম মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দু ঘণ্টা দেরিতে কলকাতা ছাড়ে ট্রেনটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post