কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভোল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ব্যাংকটির একটি জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা, সিসিটিভি ডিভিআর মেশিন নেই, আলমারি অগোছালো। এ সময় ভিড় করেছেন উৎসুক জনতা।
এ বিষয়ে এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, আজ সকাল ৯টার দিকে তিনি ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা। ভোল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই।
সিসিটিভির ডিভিআর মেশিন নেই, আলমারি অগোছালো হয়ে আছে। রাতের যেকোনো সময় ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান শামসুল আলম।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দেয় অস্ত্রধারী একদল ডাকাত। এ সময় পাশের ভবনে থাকা ব্যাংক ম্যানেজার নাজিম উদ্দিম এগিয়ে আসলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে।
পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে এলে হামলা চালিয়ে তাঁদের কাছে থাকা অস্ত্র কেড়ে নেয় হামলাকারীরা। পরে ব্যাংকের ভল্টের টাকা লুট ও ম্যানেজারকেও তুলে নিয়ে যায় ডাকাতেরা।
পরে আজ বুধবার সকালে থানচির দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post