গাজায় আন্তর্জাতিক দাতব্য সংস্থার কর্মীদের হত্যা করে বেকায়দায় পড়ে এবার ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
প্রভাবশালী পশ্চিমা নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত থাকায় স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
গাজায় খাবার নিয়ে যাওয়ার সময় বিমান হামলায় নিহত ৭ কর্মীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।
তাদের তিনজন যুক্তরাজ্যের নাগরিক। বাকিরা কানাডা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও ফিলিস্তিনের।
মর্মান্তিক এই ঘটনায় শুরু থেকেই সরব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে যথাযথ জবাব চেয়েছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ানরা চরমভাবে ক্ষুব্ধ।
স্পষ্ট জবাব চেয়ে নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। হামলাটিকে দুঃখজনক এবং অনিচ্ছাকৃত বলে সাফাই দিয়েছেন নেতানিয়াহু।
এদিকে, দোষীদের জবাবদিহির আওতায় এনে দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, অনেকদিন ধরেই গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যা মানেনি ইসরায়েল।
এর আগে, এই হামলাকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড উল্লেখ করে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
তিনি বলেছেন, এর মাধ্যমে গত ছয় মাসে ১৯৬ জন সাহায্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েল।
অবশেষে চাপের মুখে পড়ে দুঃখ প্রকাশ করে নিহত ৭ জনের পরিবারের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট হারজগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post